ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

পুলিশের নির্দেশনা ভেঙে আ’লীগ-বিএনপির মিছিল

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০৮, ফেব্রুয়ারি ৮, ২০১৮
পুলিশের নির্দেশনা ভেঙে আ’লীগ-বিএনপির মিছিল বকশীবাজার এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মিছিল। ছবি: বাংলানিউজ

বকশীবাজার থেকে: পুলিশের নির্দেশনা ভেঙেই রাজধানীর বকশীবাজার এলাকায় মিছিল করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে রাজধানীতে সভা-সমাবেশ ও মিটিং-মিছিলে নিষেধাজ্ঞা জারি করা হয়।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড গ্রাউন্ড মাঠে স্থাপিত বিশেষ আদালতের অদূরে সড়কে এই মিছিল বের করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, চকবাজার থানার ২৭ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল বের করে শ্লোগান দিতে দিতে বকশীবাজার লেন দিয়ে হোসনি দালানের দিকে চলে যান।

এরপর বকশীবাজার চত্বরে মিছিল করেন বিএনপিপন্থি আইনজীবীরাও। এ সময় তারা শ্লোগান দিতে থাকেন, ‘আমার নেত্রী আমার মা, জেলে দিতে দেবো না’।

এই মিছিলের পর থেকেই বকশীবাজার মোড় ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে পুলিশ। এ কারণে বকশীবাজার এলাকায় যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮,২০১৮
এমএসি/এজেডেস/এমআইএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।