ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

মৌলভীবাজারে নাশকতার মামলায় ৪ বিএনপি নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫২, ফেব্রুয়ারি ৭, ২০১৮
মৌলভীবাজারে নাশকতার মামলায় ৪ বিএনপি নেতা গ্রেফতার

মৌলভীবাজার: পুলিশের গাড়িতে হামলা চালিয়ে নাশকতা সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৫ ফেব্রুয়ারি) থেকে বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত পুলিশের হাতে আটক হওয়া ৪ ব্যক্তিকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়।

তারা হলেন, রাজনগর উপজেলা বিএনপি নেতা এম এ মজিদ, আশফাক রহমান মাহফুজ, সদর উপজেলা বিএনপির নেতা মোস্তাক আহমদ রহিম, বাবলু আহমদ।

মৌলভীবাজার মডেল থানার উপ পরিদর্শক (এস আই) মহসিন ভূঁইয়া বাংলানিউজকে জানান, সোমবার (৫ ফেব্রুয়ারি) খালেদা জিয়ার সিলেট আগমন উপলক্ষে মৌলভীবাজারের শেরপুর এলাকায় ঝটিকা মিছিলে পুলিশের ওপর হামলার অভিযোগে ৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০/৪৫ জনকে আসামি করে মামলা হয়। সেই মামলায় এই ৪ বিএনপি নেতাকে গ্রেফতার দেখানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৫১ ঘণ্টা, ০৮ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।