ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে বিশেষ অভিযানে গ্রেফতার ৭৯, ককটেল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৫৮, ফেব্রুয়ারি ৭, ২০১৮
ঝিনাইদহে বিশেষ অভিযানে গ্রেফতার ৭৯, ককটেল উদ্ধার

ঝিনাইদহ: ঝিনাইদহে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াতের ৪৬ নেতাকর্মীসহ ৭৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে ২২টি ককটেল।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত থেকে বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, অভিযানে সদর উপজেলায় ১২টি ককটেলসহ জামায়াত-বিএনপির ১০ জন, শৈলকুপায় বিএনপির ১১ জন, হরিণাকুন্ডুতে বিএনপি-জামায়াতের আটজন, কালীগঞ্জে বিএনপি-জামায়াতের তিনজন, কোটচাঁদপুরে ১০টি ককটেলসহ জামায়াতের সাতজন ও মহেশপুর উপজেলায় জামায়াত-বিএনপির সাত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া রাতভর অভিযানে বিভিন্ন মামলার আরো ৩৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।