ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকারসহ আটক ৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০২, ফেব্রুয়ারি ৬, ২০১৮
বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকারসহ আটক ৪ প্রতীকী ছবি

গাজীপুর: বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকারসহ চারজনকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টঙ্গী থেকে তাদের আটক করা হয়।  

আটক অন্য তিনজন হলেন- বিএনপি নেতা আজিজুল হক রাজু, আবু আহমেদ ও হাসান উদ্দিন লস্কর।

 

টঙ্গী থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম শুক্কুর জানান, টঙ্গী এলাকায় আহসান উল্লাহ সরকার ইসলামিক কমপ্লেক্স থেকে বের হওয়ার সময় হাসান উদ্দিন সরকারসহ চারজনকে আটক করে টঙ্গী থানা পুলিশ।  

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২৩০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
আরএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।