ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

মাদারীপুরে বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ৬

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৬, ফেব্রুয়ারি ৬, ২০১৮
মাদারীপুরে বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ৬

মাদারীপুর: নাশকতার অভিযোগে মাদারীপুরে বিএনপির সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহানসহ ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত ও মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক অন্যান্য নেতাকর্মীরা হলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিলুর হোসেন মিঠু, সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দুলাল বেপারী, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী, কালকিনি উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা আব্দুস সালাম, কালকিনি পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকরামুল হক ইনু চৌকিদার।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার দেব (সার্কেল) জানান, ৮ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে জেলা ও উপজেলায় বিভিন্ন স্থানে বৈঠক শুরু করেছে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মীকে আটক করা হয়।
আটক নেতাকর্মীদের পুলিশী প্রহরায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযান এখনো চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ০৬ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।