ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

খালেদার রায়ের দিন আ’লীগ রাস্তায় নামবে না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৪, ফেব্রুয়ারি ৬, ২০১৮
খালেদার রায়ের দিন আ’লীগ রাস্তায় নামবে না

ঢাকা: বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায় ঘোষণার দিন আওয়ামী লীগরাজপথে থাকবে না বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ নেতা ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। 

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ কার্যালয়ে এক চুক্তি সই অনুষ্ঠানে তিনি একথা জানান।  

বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ চা বোর্ড এবং চায়নিজ একাডেমি অব এগ্রিকালচারাল সায়েন্সের সঙ্গে ত্রি-পক্ষীয় এ চুক্তি সই হয়।

 

বাণিজ্যমন্ত্রী তোফায়েল বলেন, রায় ঘোষণার দিন খালেদা জিয়ার নিরাপত্তার জন্য রাস্তায় পুলিশ মোতায়েন থাকবে। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী রাস্তায় নামবেন না।  

‘৮ ফেব্রুয়ারি খালেদা খালাসও পেতে পারেন আবার সাজাও হতে পারে। এটা আদালতই ভালো বলতে পারবেন। এ বিষয়ে মন্তব্য করা ঠিক নয়। ’ 

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
এসই/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।