[x]
[x]
ঢাকা, রবিবার, ৩ অগ্রহায়ণ ১৪২৫, ১৮ নভেম্বর ২০১৮
bangla news

রাজশাহীতে বিএনপি-জামায়াতের ১০ নেতাকর্মীসহ আটক ৯৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০২-০৬ ১:২১:৫৯ এএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজশাহী: রাজশাহী মহানগর ও জেলায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৯৫ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ১০ জন বিএনপি-জামায়াতের নেতাকর্মী। আটকদের পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরের মধ্যে আটকদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানা যায়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতেখায়ের আলম বাংলানিউজকে জানান, গোপনে বৈঠক করার সময় পবা থানা পুলিশ ছয় জন শিবিরকর্মী, মহানগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ দুই ছাত্রদলকর্মী ও রাজপাড়া থানা পুলিশ দুই যুবদল নেতাকে আটক করে।

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এটা পুলিশের নিয়মিত অভিযান। বিশেষ কোনো অভিযান নয়। অপরাধ দমনে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
এসএস/এএ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache