ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

চাঁদপুরে বিএনপি-জামায়াতের ১৭ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০২, ফেব্রুয়ারি ৫, ২০১৮
চাঁদপুরে বিএনপি-জামায়াতের ১৭ নেতাকর্মী গ্রেফতার

চাঁদপুর: চাঁদপুর জেলার আট উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ১৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা বিভিন্ন মামলার এজাহার ও ওয়ারেন্টভুক্ত আসামি। 

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে তাদের সংশ্লিষ্ট থানা থেকে আদালতে পাঠানো হয়।

জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা যায়, রোববার (৪ ফেব্রুয়ারি) রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে জেলার ফরিদগঞ্জ থানায় তিন, হাজীগঞ্জে এক, মতলব দক্ষিণে তিন, চাঁদপুর সদর মডেল থানায় চার, মতলব উত্তরে দুই, হাইমচরে এক, কচুয়া থানায় এক ও শাহরাস্তি থানায় দু’জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ১৭ জনের মধ্যে চাঁদপুর শহর জামায়াতের সাবেক আমির ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কাদের বেপারী, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহাগ মিয়াজী, মহামায়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল বেপারী ও হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রানা রয়েছেন।

চাঁদপুর জেলা পুলিশ কার্যালয়ের (ডিআইও ওয়ান) মো. কবির হোসেন বাংলানিউজকে জানান, পুলিশের নিয়মিত কাজের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।