ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

হবিগঞ্জে ছাত্রদলের কেন্দ্রীয় সদস্যসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:১৮, ফেব্রুয়ারি ৫, ২০১৮
হবিগঞ্জে ছাত্রদলের কেন্দ্রীয় সদস্যসহ আটক ২

হবিগঞ্জ: হবিগঞ্জে কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য এবং জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ ও জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুল ইসলামকে আটক করা হয়েছে।

রোববার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ শহরের শায়েস্তানগর কবরস্থান এলাকা থেকে রোববার দিবাগত রাত ৩টার সময় টহল পুলিশ সৈয়দ মুশফিক আহমেদকে আটক করে।

অপরদিকে, ভোর ৪টায় শহরের উমেদনগর এলাকায় নিজ বাসভবন থেকে হাফিজুল ইসলামকে আটক করে পুলিশ।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক ছাত্রদল নেতাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, ০৫ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।