ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

মুন্সীগঞ্জে অস্ত্র ও গুলিসহ ২ আ’লীগ কর্মী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৯, ফেব্রুয়ারি ৪, ২০১৮
মুন্সীগঞ্জে অস্ত্র ও গুলিসহ ২ আ’লীগ কর্মী আটক মুন্সীগঞ্জে অস্ত্র ও গুলিসহ ২ আ’লীগ কর্মী আটক

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলায় একটি বিদেশি পিস্তল, শর্টগান, ম্যাগজিন এবং তিন রাউন্ড গুলিসহ দুই আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (০৩ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মোল্লাকান্দি ইউনিয়নের মহেষপুর গ্রামের কাশেম সরকারের ছেলে আওয়ামী লীগ কর্মী জাহাঙ্গীর সরকার (৪০) এবং একই গ্রামের মো. আমির (৪১)।

র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার সহকারী পরিচালক নাহিদ হাসান জনি বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল থেকে বিকেল পর্যন্ত মোল্লাকান্দি ইউনিয়নে অভিযান চালানো হয়। এসময় দুইজনকে অস্ত্রসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।