ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

কাশিয়ানীতে বিএনপির ৩ নেতাকর্মীকে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:১৬, ফেব্রুয়ারি ৪, ২০১৮
কাশিয়ানীতে বিএনপির ৩ নেতাকর্মীকে গ্রেফতার

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. হান্নান সিকদারসহ (৬৫) তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
বাকি গ্রেফতারকৃতরা হলেন-কাশিয়ানী উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. জাফর সিকদার (৪৬) ও সদস্য মোস্তফা সিকদার (৬০)।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলীনূর হোসেন জানান, ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার মামলার রায়কে সামনে রেখে খায়েরহাট গ্রামে ওই তিনজন নাশকতার পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।  

রোববার দুপুরের মধ্যে তাদের ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।