[x]
[x]
ঢাকা, রবিবার, ৪ অগ্রহায়ণ ১৪২৫, ১৮ নভেম্বর ২০১৮
bangla news

আমান-নাজিম গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০২-০২ ১০:৪১:৩৪ এএম
আমান উল্লাহ আমান ও নাজিম উদ্দিন আলম/ফাইল ফটো

আমান উল্লাহ আমান ও নাজিম উদ্দিন আলম/ফাইল ফটো

ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলমকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

র‌্যাবের মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বিএনপির তাদের গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, হাইকোর্ট প্রাঙ্গণে পুলিশের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলায় আমান উল্লাহ আমান ও নাজিম উদ্দিন আলমকে গ্রেফতার করা হয়েছে।

দুই নেতাকে আটকের খবর জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাংলানিউজকে বলেন, মহাখালী ডিওএইচএস ৩১ নম্বর রোডের ২৬৭ নম্বর বাসা থেকে তাদের আটক করা হয়েছে। সন্ধ্যা থেকেই বাড়িটি ঘিরে রেখেছিলেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। রাত ৯টার পর দুই নেতাকে আটক করা হয়।

আটকের আগে নাজিম উদ্দিনের বাসায় অবস্থান করছিলেন আমান উল্লাহ আমান। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভার একদিন আগে আটক হলেন এ দুই নেতা।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৮
এএম/এএ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db