ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

খুলনায় হাত বোমাসহ জামায়াতের ৫ নেতাকর্মী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৪৫, জানুয়ারি ২৪, ২০১৮
খুলনায় হাত বোমাসহ জামায়াতের ৫ নেতাকর্মী আটক

খুলনা: খুলনায় হাত বোমাসহ জামায়াতের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৪ জানুয়ারি) সকালে জেলার ফুলতলা উপজেলার জামিরা বাজার পিপরাইল সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী বিষয়টি বাংলানিউজকে জানান।

ওসির জানান, ফুলতলা উপজেলা জামায়াতের আমির গায়েসুল আজম হাদীর নেতৃত্বে ওই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল নজরুল ইসলামসহ ২০-২৫ জামায়াত নেতাকর্মী গোপন বৈঠক করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে এই দু'জনসহ ৫ জামায়াত নেতাকর্মীকে আটক করে। অন্যরা পালিয়ে যায়। এ সময় সেখান থেকে ৪টি হাত বোমা ও বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।