ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

চিকিৎসাধীন বিশিষ্ট ব্যক্তিদের পাশে ওবায়দুল কাদের

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২৬, জানুয়ারি ১৩, ২০১৮
চিকিৎসাধীন বিশিষ্ট ব্যক্তিদের পাশে ওবায়দুল কাদের

ঢাকা: হাসপাতালে চিকিৎসাধীন বিশিষ্ট ব্যক্তিদের পাশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও অ্যাপোলা হাসপাতালে তাদের দেখতে যান তিনি।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে জানানো হয়, চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ইউসুফ, সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ও ঢাকা উত্তর সিটি কররপোরেশনের মেয়র মরহুম আনিসুল হকের বাবা শরিফুল হককে সিএমএইচ হাসপাতালে দেখতে যান তিনি। এসময় অ্যাপোলা হাসপাতালে ভর্তি অবিভক্ত কুমিল্লা জেলার সাবেক সভাপতি অ্যাডভোকেট আহমেদ আলীকে দেখতে যান এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।