ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ডিএনসিসি উপ-নির্বাচনে একক প্রার্থী দেবে ২০ দলীয় জোট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৬, জানুয়ারি ৮, ২০১৮
ডিএনসিসি উপ-নির্বাচনে একক প্রার্থী দেবে ২০ দলীয় জোট জোটের নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা

ঢাকা: আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে মেয়র পদে একক প্রার্থী দেবে ২০ দলীয় জোট। নির্বাচনে প্রার্থী কাকে দেওয়া হবে তা নির্ধারণ করবেন ২০ দলীয় জোটের সভানেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার (০৮ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কর্যালয়ে ২০ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।  

জানা যায়, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার পর জোট প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

এমনকি সেই প্রার্থীকে বিজয়ী করতে ২০ দলীয় জোট সর্বাত্মক প্রচারণা চালবে বলেও নেতৃবৃন্দ একমত হয়েছেন।

বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া বাংলানিউজকে বলেন, ডিএনসিসি’র উপ-নির্বাচনে ২০ জোট থেকে একক প্রার্থী দেওয়া হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে প্রার্থী চুড়ান্ত করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি যাকে মনোনীত করবেন মেয়র পদে সে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তিনি আরো বলেন, জামায়াত ইসলামীর এককভাবে প্রার্থী ঘোষণা করে প্রচারণা চালানো নিয়ে বৈঠকে আলোচনা হয়। তবে তাদের দল জোটের সিদ্ধান্ত মেনে নেবে।

বৈঠকে আইনজীবীদের সমাবেশ ও ওলামা মাশায়েখদের নিয়ে রাজধানীতে সমাবেশ করারও সিদ্ধান্ত হয়েছে।

এদিকে, মঙ্গলবার (০৯ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন ডিএনসিসির উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

**জোট নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
এএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।