ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

রাজনীতি

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৩২, জানুয়ারি ৬, ২০১৮
খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে খাগড়াছড়িতে অবরোধ চলছে

খাগড়াছড়ি: ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র (ইউপিডিএফ) সংগঠক মিঠুন চাকমাকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলছে।

শনিবার (৬ জানুয়ারি) সকাল থেকে এ অবরোধ শুরু হয়েছে।

অবরোধের কারণে সকাল থেকে খাগড়াছড়িতে অভ্যন্তরীণ ও দূর পাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

তবে অবরোধের সমর্থনে সংগঠনটির নেতাকর্মীদের কোথাও কোনো পিকেটিং করতে দেখা যায়নি। সকালে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী নৈশকোচগুলো পুলিশ প্রহরায় শহরে প্রবেশ করেছে। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
 
বুধবার (৩ জানুয়ারি) সকালে জেলা শহরের অপর্না চৌধুরী পাড়ার বাসার সামনে থেকে ডেকে নিয়ে স্লুইচ গেট নামক এলাকায় মিঠুন চাকমাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। মিঠুন প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের সংগঠক ছিলেন। শুরু থেকে এ হত্যাকাণ্ডের জন্য নব গঠিত ইউপিডিএফ-গণতান্ত্রিক সংগঠনকে দায়ী করছে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, ০৬ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।