ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

শেখ হাসিনার নেতৃত্বে গ্রাম-বাংলার মানুষ শান্তিতে আছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৭, ডিসেম্বর ২৮, ২০১৭
শেখ হাসিনার নেতৃত্বে গ্রাম-বাংলার মানুষ শান্তিতে আছে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

ঝালকাঠি: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও দূরদর্শিতার জন্য গ্রাম-বাংলার মানুষ সুখে-শান্তিতে বাস করছেন। স্বাধীনতার প্রকৃত স্বাদ পেতে শুরু করেছেন মানুষ।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদর উপজেলা মেম্বারস ফোরাম আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর ২১ বছর যারা ক্ষমতায় ছিল, তারা কোনো উন্নয়ন করেনি।

উন্নয়নের পরিবর্তে দেশকে আরো পিছিয়ে দিয়েছিল। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তারা কোনো কাজ করেনি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে দেশে উন্নয়নের জোয়ার বইছে। কিন্তু স্বাধীনতাবিরোধী চক্র বারবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের চেষ্টা করেছে। ১৬ কোটি মানুষের ভাগ্যোন্নয়নের জন্যই মহান আল্লাহতায়ালা তাকে বাঁচিয়ে রেখেছেন। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনেও নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে।

উপজেলা মেম্বারস ফোরাম আহ্বায়ক মো. মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, ঝালকাঠি পৌরসভার মেয়র মোহাম্মদ লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির প্রমুখ।

এর আগে শিল্পমন্ত্রী ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে প্রেসক্লাব হয়ে লঞ্চঘাট পর্যন্ত নির্মিত আরসিসি সড়কের ফলক উন্মোচন করেন।

বাংলাদেশ সময়: ০২৪৪ ঘণ্টা ডিসেম্বর ২৯, ২০১৭
এমএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ