ঢাকা, বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনা মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছেন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
শেখ হাসিনা মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছেন কর্মী সমাবেশে অতিথিরা-ছবি-বাংলানিউজ

রাজশাহী: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছেন। তাইতো বিশ্ব ব্যাংকের ঋণ ছাড়াই নিজেদের অর্থায়নে কাঙ্খিত পদ্মা সেতু নির্মাণ সম্ভব হচ্ছে। কোনো বিদেশি রাষ্ট্রের কাছে দেশ বা দলের সম্মান বিকিয়ে দিয়ে আওয়ামী লীগ সরকার রাজনীতি করে না। 

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে যুব মহিলা লীগ চারঘাট উপজেলা শাখা কর্তৃক আয়োজিত চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, সমাজের অবহেলিত নারীদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুব মহিলা লীগ গঠন করেছেন।

আপনাদের সব ধরনের লোভ লালসার ঊর্ধ্বে থেকে নারীদের ভাগ্য উন্নয়নে কাজ করে যেতে হবে।

আপনাদের খেয়াল রাখতে হবে যে, সমাজে কোনো শিশু যাতে বাল্যবিয়ের শিকার না হয়। অর্থাভাবে কোনো শিশুর যাতে লেখাপড়া বন্ধ না হয়। আর কোনো নারী যেন নির্যাতিত না হয়।  

এসময় শাহরিয়ার আলম বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকার অর্থাৎ নৌকার বিজয় সুনিশ্চিত করার আহ্বান জানান।

রাজশাহী জেলা যুব মহিলা লীগের সভাপতি অধ্যাপিকা নারগিছ সুরাইয়া সুলতান শেলীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন- কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আদিবা আনজুম মিতা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, পৌর আওয়ামী লীগেরর সাধারণ সম্পাদক একরামুল হক, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য লুনা হুমায়ুন পারভিন, পারুল আখতার মল্লিক, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
এসএস/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।