ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

পঞ্চগড় আদালতে হাজির হয়ে জামিন নিলেন জয়নাল আবদীন

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৭ ঘণ্টা, জুন ২০, ২০১০

পঞ্চগড়: মানহানির মামলায় জেলার একটি আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক।

আজ রোববার দুপুরে পঞ্চগড়ের মুখ্য বিচারিক হাকিম মো. জাফরুল হাসান তার জামিন মঞ্জুর করেন।



গত ১৬ মার্চ বিকেলে পঞ্চগড় জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম পঞ্চগড় মুখ্য বিচারক আদালতে এ মামলা দায়ের করেন। মামলায় তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সর্ম্পকে অসত্য ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়।

আদালত ১৯ এপ্রিলের মধ্যে মামলাটির তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সদর থানার ওসিকে নির্দেশ দেন। পরে তদন্ত প্রতিবেদন জমা দিলে ১৯ মে দুপুরে আদালত জয়নাল আবদীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

জেলা বারের প্রায় অর্ধশত আইনজীবী আজ জয়নাল আবদীন ফারুকের পে আদালতে জামিন শুনানিতে অংশ নেন। এ সময় আদালতের বাইরে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুন ২০, ২০১০
প্রতিনিধি/কেএল/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।