ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অন্যান্য দল

খুলনায় ইসলামী আন্দোলনের জনসভা মঙ্গলবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
খুলনায় ইসলামী আন্দোলনের জনসভা মঙ্গলবার

খুলনা: মিয়ানমারের আরাকান রাজ্যে মুসলমান রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জনসভা মঙ্গলবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত হবে।

ওইদিন বিকেল ৩টায় ডাকবাংলোর সোনালী ব্যাংক চত্বরে দলের খুলনা জেলা ও মহানগর শাখা এ জনসভা আয়োজন করেছে।

জনসভায় প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলনের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহম্মদ রেজাউল করীম, বিশেষ অতিথি থাকবেন দলের কেন্দ্রীয় নায়েবে আমীর হাফেজ মওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল।

সভাপতিত্ব করবেন দলের মহানগর সভাপতি ও জনসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মওলানা মুজ্জাম্মিল হক।

জনসভা সফলের উপলক্ষে বাস্তবায়ন কমিটির শেষ প্রস্তুতি সভা সোমবার (২৩ অক্টোবর) দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে মহানগর সভাপতি ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মওলানা মুজ্জাম্মিল হক সভাপতিত্ব করেন। সদস্য সচিব শেখ মো. নাসির উদ্দিন প্রস্তুতি সভা পরিচালনা করেন।

সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি মওলানা আব্দুল্লাহ ইমরান, মহানগর সেক্রেটারি মুফতি আমানুল্লাহ, ইসলামী আন্দোলনের নেতা শেখ হাসান ওবায়দুল করীম, মওলানা ইমরান হুসাইন, মুফতি আব্দুর রহমান, জিএম কিবরিয়া, রবিউল ইসলাম তুষার, মওলানা দ্বীন ইসলাম, হজরত আলী, শ্রমিক নেতা জাহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ, যুবনেতা ইমরান হোসেন মিয়া, ছাত্রনেতা শেখ আমিরুল ইসলাম, এমএ হাসিব গোলদার, কেএম আব্বাস আলী, সাইফুল ইসলাম, হাসানুজ্জামান, আব্দুল্লাহ আল নোমান, আল আমিন প্রমুখ নেতারা।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।