ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

বগুড়া জেলা দক্ষিণ শিবিরের সভাপতি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩০, আগস্ট ২৫, ২০১৭
বগুড়া জেলা দক্ষিণ শিবিরের সভাপতি গ্রেফতার

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি জেলা দক্ষিণ শিবিরের সভাপতি আব্দুল হালিমকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
 
 

গ্রেফতারকৃত শিবির নেতা ধুনট উপজেলার হাসাপটল গ্রামের আজিমুদ্দিনের ছেলে।
 
শুক্রবার (২৫ আগস্ট) বেলা ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর পৌরশহরের অদূরে খন্দকারটোলা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।


 
বিকেলে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ শিবির নেতাকে গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
 
তিনি জানান, আব্দুল হালিম খন্দকারটোলা এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে এসেছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  

শিবির নেতার বিরুদ্ধে শেরপুর থানায় নাশকতার মামলা রয়েছে। এছাড়াও ধুনট থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।  
 
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।