ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

শেকৃবি ছাত্রলীগের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
শেকৃবি ছাত্রলীগের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার

ঢাকা: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ছাত্রলীগ কমিটির স্থগিতাদেশ দুই মাস পর প্রত্যাহার করা হয়েছে। 

বুধবার (১৬ আগস্ট) ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক এ স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়।

প্রতিক্রিয়া জানিয়ে শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হক বাংলানিউজকে বলেন,  `একটি মহল কেন্দ্রের কাছে ভুল মেসেজ দিয়েছিলো।

দুই মাস তদন্তের পর নির্দোষ প্রমাণিত হওয়ায় স্থগিতাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্র। এজন্য কেন্দ্রীয় নেতাদের ধন্যবাদ। `

সম্মেলন কবে হবে জানতে চাইলে তিনি বলেন,  ‘কেন্দ্রীয় ছাত্রলীগ এবং কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম ভাই যেদিন চাইবে আমরা সেদিনই সম্মেলনের আয়োজন করতে প্রস্তুত। `
চলতি বছরের ১৫ জুলাই টেন্ডার দখলকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হক ও সাধারণ সম্পাদক দেবাশীষ দাসের মধ্যে হাতাহাতি হয়। ঐ ঘটনায় কমিটির কার্যক্রম স্থগিত করেছিলো কেন্দ্র।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।