ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আওয়ামী লীগ

সন্ত্রাসীদের ব্যাপারে জিরো ট্রলারেন্স দেখাবে ছাত্রলীগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
সন্ত্রাসীদের ব্যাপারে জিরো ট্রলারেন্স দেখাবে ছাত্রলীগ বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন

সিলেট: সন্ত্রাসীদের কোনো দল নেই উল্লেখ করে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেছেন, সন্ত্রাসীদের ব্যাপারে ছাত্রলীগ জিরো টলারেন্স দেখাবে।

সোমবার (১৭ জুলাই) সিলেটের ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন স্থানে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দুর্গত এলাকায় ছাত্রলীগ নেতা-কর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে জাকির হোসাইন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে।

ছাত্রলীগের প্রত্যেকটি নেতা-কর্মীদের দুর্গত মানুষের পাশে দেখতে চাই।

এ সময় সিলেটের বিয়ানীবাজার ডিগ্রি কলেজে টিটু হত্যাকাণ্ডে বহিরাগত সন্ত্রাসীদের দায়ী করে তিনি বলেন, এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করার দাবি জানাচ্ছি।

এ সময় সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, ছাত্রলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান সুমন, রাজিব আহমদ রাসেল, সাংগঠনিক সম্পাদক সৃজন ঘোষ সজিব, দারুস সালাম শাকিল, ক্রীড়া সম্পাদক চিন্ময় রায়, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ঈয়াজ আল রিয়াদ, উপ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মঞ্জুর মোর্শেদ অমীম, উপ-গণযোগাযোগ সম্পাদক মইনুল ইসলাম ফয়ছল, সহ-সম্পাদক ইব্রাহিম মিয়া, সদস্য সাজেদুল ইসলাম সবুজ, আবু সাঈদ আকন্দ, মিরপুর বাংলা কলেজের সভাপতি মুজিবুর রহমান অনিক, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ, সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী,সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
এনইউ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।