ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

অন্যান্য দল

চারঘাটে জামায়াত-শিবিরের ৪ নেতা-কর্মী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, জুন ২২, ২০১৭
চারঘাটে জামায়াত-শিবিরের ৪ নেতা-কর্মী আটক

রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলার পাঁচবাড়িয়া এলাকা থেকে জামায়াত-শিবিরের ৪ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (২১ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাদের আটক করা হয়। পরে বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

আটকরা হলেন- চারঘাট উপজেলা জামায়াত ইসলামীর প্রচার সম্পাদক সোয়েব আলী (৪৫), একই উপজেলার বানেশ্বর ইউনিয়ন ছাত্র শিবিরের অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান (২৬) ও জামায়াতকর্মী নজরুল ইসলাম (৪৮) এবং মাসরুল কায়সার (৪৩)।

রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, ঈদের আগে নাশকতার উদ্দেশ্যে জামায়াত-শিবিরের ওই নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেছে।

জিজ্ঞাসাবাদ শেষে নাশকতার পরিকল্পনার অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। দুপুরে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জুন ২২, ২০১৭
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad