ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

নির্বাচন

বগুড়ায় চেয়ারম্যান পদে আ.লীগ প্রার্থীর জয়লাভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, মে ২৫, ২০১৭
 বগুড়ায় চেয়ারম্যান পদে আ.লীগ প্রার্থীর জয়লাভ

বগুড়া: বগুড়ায় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মকবুল হোসেন (আনারস) প্রতীকে ১ হাজার ৩৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ মে) বিকেল ৪টায় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা সরোয়ার জাহান বাংলানিউজকে এ তথ্য জানান।

অপরদিকে ভোট কেন্দ্র দখল ও প্রভাব বিস্তারের অভিযোগ তুলে নির্বাচন বর্জনকারী দুই প্রার্থী যথাক্রমে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এটিএম আমিনুল ইসলাম পিন্টু ঘোড়া প্রতীক নিয়ে পান ৮২ ভোট ও আওয়ামী লীগের জেলা কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য সোলায়মান আলী মাস্টার মোটরসাইকেল প্রতীক নিয়ে পান একশ’ ৩২ ভোট।

সরোয়ার জাহান বলেন, জেলা পরিষদ নির্বাচনে মোট এক হাজার ৬০২ জন ভোটারের মধ্যে এক হাজার ৫৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ১৫টি ভোটকেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। প্রসঙ্গত, মামলাজনিত কারণে এ জেলায় নির্বাচন স্থগিত ছিলো।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, মে ২৫, ২০১৭
এমবিএইচ/এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।