ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

নির্বাচন

বরিশালে তিন ইউনিয়নে ভোটগ্রহণ চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৫ ঘণ্টা, মে ২৩, ২০১৭
বরিশালে তিন ইউনিয়নে ভোটগ্রহণ চলছে বরিশালে তিন ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালের মেহেন্দীগঞ্জ, উজিরপুর ও হিজলা উপজেলার তিন ইউনিয়নের নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

মঙ্গলবার (২৩ মে) সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। উপজেলাগুলোর মধ্যে মেহেন্দীগঞ্জের চানপুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

তিন ইউনিয়ন পরিষদের মধ্যে উজিরপুরের শিকারপুরে ভোটার ১১ হাজার ৮৬১ জন, হিজলার ধুলখোলা ইউনিয়নে ভোটার ৭ হাজার ৩২৭ জন এবং মেহেন্দীগঞ্জের চানপুরা ইউনিয়নে ভোটার ১৫ হাজার ৫৩৬ জন। বরিশালে তিন ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।                                          ছবি: বাংলানিউজএখন পর্যন্ত কোনো প্রার্থীর অভিযোগ পাওয়া না গেলেও উজিরপুরের শিকারপুর ইউনিয়নে নির্বাচনে এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মীর কামরুজ্জামান পিকিং।

তবে এ বিষয়ে প্রিজাইডিং অফিসারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলা‌দেশ সময়: ১১৩৩ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এমএস/আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।