ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

বিএনপি

জামিনে মুক্ত টুকু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৮ ঘণ্টা, মে ১২, ২০১৭
জামিনে মুক্ত টুকু

ঢাকা: জামিনে মুক্তি পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিএনপি চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য জানান।

কেরাণীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে শুক্রবার (১২ মে) সকালে জামিনে মুক্তি পান তিনি। মুক্তির পর পরই অসুস্থ টুকু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে (পিজি) ভর্তি হন।

স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ছাত্রনেতা জেহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২০১০ সালে সিরাজগঞ্জে সমাবেশ আয়োজন করে বিএনপি। রেল লাইনের পাশে আয়োজিত ওই সমাবেশে রেলে কাটা পড়ে বেশ কয়েকজন নেতাকর্মী নিহত হন।

এরই পরিপ্রেক্ষিতে রেল গাড়িতে হামলা করে বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। পরে রেল কর্তৃপক্ষ ইকবাল হাসান মাহমুদ টুকুসহ বিএনপির সিনিয়র নেতাদের বিরুদ্ধে মামলা করে। সম্প্রতি ওই মামলায় হাজিরা দিতে গেলে তাকে কারাগারে পাঠান আদালত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই শেখ সেলিমের বিয়াই ইকবাল হাসান মাহমুদ টুকু অবশেষে জামিনে মুক্তি পেলেন।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, মে ১২, ২০১৭
এজেড/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।