ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

বিএনপি

রাজশাহীতে পুলিশি বাধায় যুবদলের কর্মসূচি পণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, মে ৪, ২০১৭
রাজশাহীতে পুলিশি বাধায় যুবদলের কর্মসূচি পণ্ড যুবদলের বিক্ষোভ-মিছিল কর্মসূচি

রাজশাহী: বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ-মিছিল কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে।

বৃহস্পতিবার (০৪ মে) দুপুরে ভুবন মোহন পার্কের সামনে থেকে বিক্ষোভ-মিছিল বের করার চেষ্টা করেন যুবদলের নেতা-কর্মীরা।

এ সময় পুলিশ কর্মসূচিতে বাধা দিলে যুবদলেন নেতা-কর্মীরা পাশে থাকা মহানগর বিএনপি কার্যালয়ের নিচে যান এবং রাস্তার ওপর বসে পড়েন।

কর্মসূচি পালনে বাধা দেওয়ায় বিক্ষোভ করেন তারা। এ সময় পুলিশ তাদের চারপাশে বেষ্টনি তৈরি করে। পরে এর মধ্যেই সংক্ষিপ্ত পথসভা করেন নেতা-কর্মীরা।

সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন রাজশাহী জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন।

এ সময় উপস্থিত ছিলেন- মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সমাপ্ত ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান রিটন প্রমুখ।

কর্মসূচিতে বাধার বিষয়ে জানতে চাইলে রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খান বাংলানিউজকে জানান, যুবদলের নতুন কমিটি নিয়ে গত কয়েক দিন থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এই অবস্থায় অপ্রীতিকর ঘটনা এড়াতে তাদের কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি। বিক্ষোভ কর্মসূচির জন্য কর্তৃপক্ষের কোনো অনুমতিও নেয়নি বলেও জানান ওসি শাহাদাত।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এসএস/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।