ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

বিএনপি

ভেরিফায়েড হলো খালেদার টুইটার অ্যাকাউন্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, মে ৩, ২০১৭
ভেরিফায়েড হলো খালেদার টুইটার অ্যাকাউন্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার টুইটার অ্যাকাউন্ট

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার টুইটার অ্যাকাউন্ট, অথেনটিক হিসেবে স্বীকৃতি দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

মঙ্গলবার (০২ মে) সন্ধ্যা থেকে নীল রঙ’র চেক মার্ক-যেটি ভেরিফায়েড হওয়ার চিহ্ন, দেখাতে শুরু করেন বলে বাংলানিউজকে জানান চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান।

সাবেক প্রধানমন্ত্রী গত বছর বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে এ (twitter.com/BegumZiaBd) টুইটার অ্যাকাউন্ট চালু করেন।

তখন থেকে নিয়মিত টুইট করছেন তিনি। এখন পর্যন্ত ৯৯টি টুইট করেছেন এবং ২৬ হাজারের বেশি ফলোয়ার রয়েছে তার। বাংলাদেশে এ প্রথম কোনো ভিআইপির টুইটার অ্যাকাউন্ট ভেরিফায়েড হলো!

টুইটার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মাইক্রোব্লগিং নিউজ শেয়ারিং এবং সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। বর্তমানে সারা বিশ্বের ৩০ কোটিরও বেশি মানুষ এটি ব্যবহার করছে।

টুইটার বিশ্বজুড়ে ব্রেকিং নিউজ’র প্রধান উৎস। আমেরিকার ২০১৬ প্রেসিডেন্টশিয়াল নির্বাচনের দিন রাত ১০টার মধ্যে চার কোটির উপর ইলেকশন বিষয়ক টুইট করা হয়েছিলো।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এজেড/ওএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।