ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

বিএনপি

ঝালকাঠিতে পুলিশি বাধায় শ্রমিকদলের শোভাযাত্রা পণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, মে ১, ২০১৭
ঝালকাঠিতে পুলিশি বাধায় শ্রমিকদলের শোভাযাত্রা পণ্ড

ঝালকাঠি: মহান মে দিবস উপলক্ষে ঝালকাঠিতে জেলা শ্রমিকদলের শোভাযাত্রায় পুলিশি বাধায় পণ্ড হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান অভিযোগ করে বলেন, সোমবার (০১ মে) সকাল ১০টায় শহরের ফায়ার সার্ভিস সড়কে অবস্থিত জেলা বিএনপির কার্যালয় থেকে শ্রমিক দল একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি সামনে অগ্রসর হলে পুলিশ তাতে বাধা দিয়ে পণ্ড করে দেয়।

তবে এরআগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ করে শ্রমিকদল।

জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখন- জেলা বিএনপির সহসভাপতি মিঞা আহম্মেদ কিবরিয়া, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, মে ০১, ২০১৭
এমএস/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।