bangla news

রাজশাহীতে ওয়ার্কার্স পার্টির জনসভা বিকেলে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৪-২২ ১:১৩:১২ এএম
 ওয়ার্কার্স পার্টি

ওয়ার্কার্স পার্টি

রাজশাহী: জঙ্গিবাদ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে রাজশাহী মহানগরীতে ওয়ার্কার্স পার্টি এক জনসভার আয়োজন করেছে।

শনিবার (২২ এপ্রিল) বিকেল ৫টায় সাহেব বাজার জিরোপয়েন্টে জেলা ও মহানগর কমিটির উদ্যোগে এই জনসভার অনুষ্ঠিত হবে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন- ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

মহানগর সভাপতি কমরেড লিয়াকত আলী লিকুর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখবেন- ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য নূর আহমদ বকুল, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এবং ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, ঠাকুরগাঁও-৩ এর সংসদ সদস্য ইয়াসিন আলী, ওয়ার্কার্স পাটির কেন্দ্রীয় সদস্য ও জেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল প্রমুখ।

এছাড়া ওয়ার্কার্স পার্টির স্থানীয় নেতারাও জনসভায় বক্তব্য রাখবেন।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
এসএস/জিপি/এমজেএফ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2017-04-22 01:13:12