bangla news

ফুলবাড়িয়ার জাসদ নেতা সামছুল হক সড়ক দুর্ঘটনায় নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৪-০৯ ১১:২৭:৫৪ এএম
ময়মনসিংহ

ময়মনসিংহ

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক ‍সামছুল হক সরকার (৫০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

রোববার (০৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার লক্ষ্মীপুর এলাক‍ায় থেকে সিএনজিচালিত অটোরিকশা যোগে ময়মনসিংহে আসার পথে একটি গাড়ি ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।

এ সময় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইন্টার্ন চিকিৎসক হিমেল জাসদ নেতা সামছুল হককে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন, মহানগর জাদের সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, ময়মসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাছুল আলম খান হাসপাতালে ছুটে যান।

নিহত জাসদ নেতা সামছুল হক স্থানীয় পত্রিকা ‘দৈনিক আজকের ময়মনসিংহ’ এর ফুলবাড়িয়‍া প্রতিনিধিও ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এমএএএম/জিপি/টিআই

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2017-04-09 11:27:54