ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

আওয়ামী লীগ

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সিলেটে র‌্যালি-আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সিলেটে র‌্যালি-আলোচনা সভা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সিলেটে র‌্যালি

সিলেট: বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সিলেটে র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন।  মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে নগরীর রেজিস্ট্রি মাঠ থেকে বিশাল র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে নেতৃত্ব দেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। র‌্যালিতে অংশ নেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, এ আর সেলিম, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন, সহ সভাপতি আব্দুল খালিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, শ্রমিক লীগ নেতা জুবের খানসহ সহস্রাধিক নেতাকর্মী।

বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ জেলা ও মহানগর শাখা আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করে।

সংগঠনের জেলা সভাপতি খালেদ হোসেনের সভাপতিত্বে ও মহানগর শাখার সাধারণ সম্পাদক বিমল চন্দ্র দাসের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল।

বিশেষ অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জগদীশ চন্দ্র দাস।

সভায় উপস্থিত ছিলেন মহানগর যুব পরিষদের উপদেষ্টা আবু তাহের, সভাপতি সারওয়ার চৌধুরী, সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম, সহ সভাপতি ওসমান জালালী, লায়েক আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহ আলম, কায়েছ আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. ওলিউর রহমান, আইন বিষয়ক সম্পাদক সারওয়ার জালালী, শ্রম বিষয়ক সম্পাদক শাহাবুল রহমান, সুমন, খালেদ হোসেন, শিমুল, ইসমাইল হোসেন, আশরাফুল ইসলাম, বেলাল আহমদ, অর্থ সম্পাদক ইসলাম উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এনইউ/জিপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।