ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সলিমুল্লাহ মেডিকেলে ছাত্রলীগের সংঘর্ষে আহত ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
সলিমুল্লাহ মেডিকেলে ছাত্রলীগের সংঘর্ষে আহত ২ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ

ঢাকা: পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তিকৃত নতুন ছাত্রদের সিট বরাদ্দকে কেন্দ্র করে কলেজ ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২ জন আহত হয়েছেন।

সোমবার (০৯ জানুয়ারি) দুপুর থেমে থেমে ধাওয়া পাল্লা-ধাওয়া চললেও সন্ধ্যায় সংঘর্ষ শুরু হয়।  

আহতদের মধ্যে পঞ্চম বর্ষের ছাত্র নাসিরকে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজধানীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বাংলানিউজকে জানান, নতুন ছাত্রদের সিট বরাদ্দ নিয়ে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাতুল শিকদার ও সাধারণ সম্পাদক অচিন্ত্য কুমারের মধ্যে দ্বন্দ্ব হয়েছে। সন্ধ্যায় সংঘর্ষে ২ জন আহত হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক। সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রধান ছাত্রাবাসের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি আরও একটু শান্ত হলে পুলিশ তুলে নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
পিসি/ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।