ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মির্জা আব্বাসের জামিন ফের নামঞ্জুর

আদালত প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১০
মির্জা আব্বাসের জামিন ফের নামঞ্জুর

ঢাকা: পুলিশের কাজে বাধাদান, গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে দায়ের হওয়া দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ ইসমাইল হোসেন এ আদেশ দেন।

এর আগে ২ আগস্ট মুখ্য মহানগর দায়রা জজ আদালতেও তার জামিনের আবেদন নামঞ্জুর হয়।

গত ২৭ জুন বিএনপির ডাকা হরতাল চলাকালে গ্রেপ্তারের পর ওই দিনই মতিঝিল ও পল্টন থানায় মামলা দুটি করা হয়।
 
এরই মধ্যে উভয় মামলায় ৪ দিন করে মোট ৮ দিন রিমান্ডে ছিলেন মীর্জা আব্বাস।

জামিন শুনানিতে এদিন আসামিপে উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, জয়নুল আবেদিন মেজবাহ, তাহেরুল ইসলাম তৌহিদ প্রমুখ। রাষ্ট্রপে ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহ আলম তালুকদার।

বিএনপির এই নেতা বর্তমানে জেল হাজতে আছেন।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।