ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩১, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০ রবিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বগুড়ার গাবতলীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
বগুড়ার গাবতলীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বগুড়া: কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে বগুড়ার গাবতলীতে ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

রোববার (০১জানুয়ারি) দুপুরে গাবতলী থানা ও পৌর ছাত্রদলের উদ্যোগে শহরের দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।
 
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- গাবতলী থানা বিএনপির সভাপতি আমিনুর রহমান তালুকদার।


 
পৌর ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-  পৌর বিএনপির সভাপতি ডা. ছাবেদ আলী, সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান, বিএনপি নেতা খলিলুর রহমান খলিল, চাঁন, আব্দুস ছালাম, পৌর যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ, থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হযরত আলী, পৌর ছাত্রদলের সহ-সভাপতি সুজন আহম্মেদ, সাধারণ সম্পাদক কাউন্সিলর সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল হালিম, থানা শ্রমিকদলের সভাপতি রাশেদুর রহমান রাঙ্গা, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক কাউন্সিলর মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম জুয়েল, পৌর স্বেচ্ছাসেবকদলের সভাপতি নুরুজ্জামান সজল, সাংগঠনিক সম্পাদক শ্যামল তরফদার, থানা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক কনক, যুবদল নেতা বেলাল, নুরুল্লাহ, পৌর মৎস্যজীবিদলের সভাপতি ওমর ফারুক, ছাত্রদল নেতা আলামীন প্রমুখ।
 
এর আগে প্রধান অতিথিসহ অন্যরা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
 
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
এমবিএইচ/বিএস
 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ