ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

রাজনীতি

পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান পদে আ’লীগ মনোনীত প্রার্থীর জয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৪, ডিসেম্বর ২৮, ২০১৬
পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান পদে আ’লীগ মনোনীত প্রার্থীর জয়

পটুয়াখ‍ালী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান মোশারেফ হোসেন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯৩০ ভোট।

পটুয়াখালী: পটুয়াখ‍ালী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান মোশারেফ হোসেন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।  আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯৩০ ভোট।


তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নূর মোহাম্মদ জাহাঙ্গীর (ঘোড়া প্রতীক) নিয়ে পেয়েছেন ৭৭ ভোট।
 

বুধবার (২৮ ডিসেম্বর) বিকেলে জেলা সহকারী রিটার্নিং অফিসার নাজমুল কবীর বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।