ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান হলেন আ’লীগের বিদ্রোহী প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান হলেন আ’লীগের বিদ্রোহী প্রার্থী

জামালপুরে জেলা পরিষদ নির্বাচনে ৬০২ ভোট পেয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক চৌধুরী (আনারস প্রতীক) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

জামালপুর: জামালপুরে জেলা পরিষদ নির্বাচনে ৬০২ ভোট পেয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক চৌধুরী (আনারস প্রতীক) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের জাহিদ আনোয়ার (ঘোড়া প্রতীক) ৩৭৩ ভোট পেয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিটি কেন্দ্রেই শতভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
 
জেলার ১৫টি কেন্দ্রের ৩০টি বুথে ভোটগ্রহণ হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত সদস্য পদে  ১০ জন এবং সাধারণ সদস্য পদে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

জেলার ৬৮টি ইউনিয়ন, ৬টি পৌরসভা ও ৭টি উপজেলার ৯৮৭ জন জনপ্রতিনিধি এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন।
প্রতিটি ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।
জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক এ তথ্য দিয়ে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।