ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ইফতারি নিয়ে বিরোধ: ছাত্রলীগ কর্মীকে দোতলা থেকে ফেলে দিলো দলীয় প্রতিপক্ষ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১০

রাজশাহী: বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকীর ইফতারির টোকেন ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রুপের এক কর্মীকে দোতলা থেকে নিচে ফেলে দিয়েছেন সভাপতি গ্রুপের কর্মীরা।

রোববার দুপুর সাড়ে ১২টায় রাবির শাহ মখদুম হলে এ ঘটনা ঘটে।



আহত ছাত্রের নাম নাসিমুল হক নাসিম (২২)। তিনি ইসলামের ইতিহাস বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র। মুমূর্ষু অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, দুপুরে ইফতারির টোকেন ভাগাভাগি নিয়ে রাবি শাখা ছাত্রলীগ সভাপতি আওয়াল কবীর জয় (পলাতক) ও সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম অপু (জেল হাজতে) গ্রুপের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সভাপতি গ্রুপের জাহিদ, মশিউর ও জহুরুল সম্পাদক গ্রুপের নাসিমকে দোতলা থেকে নিচে ফেলে দেন।

ওসি আবুল খায়ের আরও জানান, এ নিয়ে বিভিন্ন হলে উত্তেজনা দেখা দিয়েছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে শাহ মখদুম হলের প্রভোস্ট ও প্রক্টরিয়াল কর্মকর্তারা আলোচনায় বসেছেন।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।