bangla news

মৌলভীবাজারে উদীচীর সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬-১১-২৫ ৬:৫৯:০৪ এএম
ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের ১৪তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজার: শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের ১৪তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ নভেম্বর) মৌলভীবাজার শহীদ মিনার প্রাঙ্গণে দুপুর ২টা ৩০ মিনিটে সম্মেলনের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পরিচালক ও উদীচীর উপদেষ্টা সুজেয় শ্যাম।

এতে বিশেষ অতিথি ছিলেন উদীচীর সাংগঠনিক সম্পাদক ইকবালুল হক খান এবং বিশেষ বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য মিতা রায়।

উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী আলোক প্রজ্জ্বলন শেষে সন্ধ্যা সাড়ে ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
এসআর

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2016-11-25 06:59:04