bangla news

যশোরের আটক সিপিবি নেতার মুক্তি দাবি

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬-১১-২৪ ৬:৪৭:৫৬ এএম

যশোরের কেশবপুর উপজেলা কমিটির সম্পাদক মফিজুর রহমান নান্নুর মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

ঢাকা: যশোরের কেশবপুর উপজেলা কমিটির সম্পাদক মফিজুর রহমান নান্নুর মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ নান্নুকে আটক করায় তীব্র নিন্দা জানান।

সিপিবি নেতাকে ষড়যন্ত্রমূলকভাবে আটক করা হয়েছে উল্লেখ করে এতে আরও বলা হয়, বুধবার (২৩ নভেম্বর) দিনগত রাত ৩টায় সিপিবি নেতা নান্নুকে তার বাড়ি থেকে আটক করে পুলিশ। এখন তাকে মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে নান্নুর নিঃশর্ত মুক্তির দাবি জান‍ানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৬
এটি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2016-11-24 06:47:56