ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

আওয়ামী লীগ

দিনব্যাপী কর্মসূচিতে বগুড়ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
দিনব্যাপী কর্মসূচিতে বগুড়ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সংগঠনের নেতা-কর্মীরা। শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় শহরের সাতমাথা সংলগ্ন টেম্পল রোডে...

বগুড়া: দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সংগঠনের নেতা-কর্মীরা।

শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় শহরের সাতমাথা সংলগ্ন টেম্পল রোডে দলীয় কার্যালয়ে কেক ক‍াটার মধ্য দিয়ে আয়োজন শেষ হয়।

এর আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন করেন জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন।

বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, সাইফুল ইসলাম বুলবুল, আফেনুর রহমান টিপু, আনোয়ার পারভেজ রুবন, আনোয়ার হোসেন মুকুল, অধ্যক্ষ সহিদুল ইসলাম দুলু, মোস্তাফিজুর রহমান ভুট্টো, সোহরাব হোসেন সান্নু, বনি আমিন মিন্টু, ইউনুস আলী টনি, অসীম কুমার রায়, মোজাম্মেল হক বুলবুল, মতিন আলী প্রামাণিক, সেতু খন্দকার, আনন্দ কুমার দাস, মোস্তাকিম রহমান, জাকারিয়া আদিল, কামরুল হুদা উজ্জ্বল, ইফতারুল ইসলাম মামুন, গোলাম রহমান ফটো, রহমাতুল ইসলাম মনির, মনোয়ার ইসলাম খান, মামুন হোসেন, শ্রাবণ আবেদীন সনি, জিয়াদুশ শরীফ পরাগ, এমআর ইসলাম রফিক, রবিউল ইসলাম, মিলন, হাবিল আকন্দ, রাজ মাহমুদ কাওছার, শামীম আহসান কাজল, রুবেল সরকার, শেখ ফারহান অরছি প্রমুখ।

এদিন সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর সাড়ে ৭টার দিকে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এমবিএইচ/ওএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।