ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

আওয়ামী লীগ

রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের কার্যক্রম বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের কার্যক্রম বন্ধ

রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের সব রাজনৈতিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ।

রাঙামাটি: রাঙামাটি সরকারি কলেজ ছাত্রলীগের সব রাজনৈতিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাতে জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল জব্বার সুজন ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জেলা ছাত্রলীগ কর্তৃক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলেজে ছাত্রলীগের সকল রাজনৈতিক কার্যক্রম স্থগিত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এ কলেজ কমিটির অধীন যে কোন নেতা-কর্মী অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত করলে জেলা ছাত্রলীগ দায়ভার নেবে না।

এর আগে গত বুধবার (০৯ নভেম্বর) কলেজ ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহম্মেদ ইমতিয়াজ রিয়াদসহ চারজন আহত হন।

বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
জেডএম/

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।