ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আওয়ামী লীগ

‘বঙ্গবন্ধুর আদর্শ কখনো মরবে না’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
‘বঙ্গবন্ধুর আদর্শ কখনো মরবে না’

বঙ্গবন্ধুর আদর্শ কখনো মরবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন।

ঢাকা: বঙ্গবন্ধুর আদর্শ কখনো মরবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন।
বুধবার (০৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এ মন্তব্য করেন তিনি।


সাহারা খাতুন বলেন, ‘যারা ভেবেছিলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে আরেকটি পাকিস্তান বানানো যাবে, তারা ভুল করেছেন। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ কখনো মরতে পারে না। বঙ্গবন্ধুর আদর্শ তরুণদের বুকে। তরুণরা এখন বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশ গড়ার পথে এগিয়ে যাচ্ছেন’।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ন্যায্য দাবি আদায়ে বিভিন্ন সময়ে কারাবরণ করেছেন। তিনি দীর্ঘ সময় কাটিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে। চার নেতার নানা স্মৃতিও আছে এ কারাগারে। তাই আমি স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালে সেই কেন্দ্রীয় কারাগারকে জাদুঘর বানানোর প্রকল্প হাতে নিয়েছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাদুঘরের উদ্বোধন করেছিলেন’।
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
ইউএম/এএটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।