ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্রবিরোধী চুক্তি হিমাগারে পাঠাবে: হান্নান শাহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১১

চট্টগ্রাম: বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্রবিরোধী চুক্তিগুলো হিমাগারে পাঠিয়ে দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ।

তিনি বলেন, ‘বর্তমান হাসিনা সরকার আগ বাড়িয়ে দেশের স্বার্থের পরিপন্থী চুক্তির মাধ্যমে ভারতকে নানাবিধ সুবিধা তৈরি করে দিচ্ছে।

এদেশের দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী জনগণের প্রিয় সংগঠন বিএনপি ক্ষমতায় এলে এসব রাষ্ট্রবিরোধী চুক্তি কোল্ডস্টোরে পাঠিয়ে দেবে। ’

বুধবার জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) চট্টগ্রাম মহানগর শাখা আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকার বিদেশি প্রভুদের চাপিয়ে দেওয়া পররাষ্ট্রনীতি অনুসরণ করছে উল্লেখ করে  হান্নান শাহ বলেন, ‘বর্তমান সরকারের নিজস্ব কোনো পররাষ্ট্র নীতি নেই। ’

করিডোর-বন্দর বিপন্ন, পার্বত্য চট্টগ্রাম, দেশ প্রেমিকদের করণীয়’ শীর্ষক আলোচনায় সভায় এ বিএনপি নেতা আরও বলেন, ‘ভারত ও বিদেশিদের নীল নকশায় পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল করার জন্য আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। ’

জাগপা চট্টগ্রাম মহানগর সভাপতি আবু মোজাফফর মো. আনাছের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান।

তিনি বলেন, ‘সংবিধানে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস তুলে দিয়ে বর্তমান মহাজোট সরকার দিল্লীশ্বরীর পায়ে আস্থা স্থাপন করেছে। আওয়ামী লীগ দেশে যুদ্ধাপরাধের বিচারের নামে সোচ্চার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা সাজিয়ে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টা চালাচ্ছে। ’

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সদস্য মেজর মিজানুর রহমান, বিএনপি নেতা প্রফেসর এমডিএম কামাল উদ্দিন।
 
আরও বক্তব্য রাখেন- ডা. শাহাদাত হোসেন, জামায়াত নেতা শাহজাহান চৌধুরী, মাঈনুদ্দিন রুহী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, নূর মোহাম্মদ, মনোয়ারা বেগম মনি প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।