ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

এলডিপির ইফতারে খালেদা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০১১
এলডিপির ইফতারে খালেদা

ঢাকা: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে ইফতার করলেন বিরোধী দলের নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার রাজধানীর হোটেল শেরিনায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।



রাজনীতিকদের সম্মানে এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহম্মেদ বীর প্রতীক এ ইফতার মাহফিল আয়োজন করেন।

ইফতারের কিছু আগে খালেদা জিয়া উপস্থিত হলে তাকে স্বাগত জানান ড. কর্নেল ওলি আহম্মেদ ও  তার দল এলডিপির মহাসচিব অধ্যাপিকা জাহানারা বেগম।

এলডিপি আয়োজিত এ ইফতার মাহফিলে বিএনপি নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এজেডএম জাহিদ হোসেন, আব্দুল কাউম, যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু, সালাউদ্দিন আহম্মেদ প্রমুখ।

চারদলীয় জোট নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ, সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, মহাসচিব শামীম আল মামুন, ইসলামী ঐক্যজোটের (একাংশ) মহাসচিব আব্দুল লতিফ নেজামী প্রমুখ।

ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তৃতায় ড. কর্নেল (অব.) অলি আহম্মেদ বলেন, ‘দেশ  ভালো নেই। এই মুহূর্তে সকল দেশপ্রেমীক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে না পারলে দেশ রক্ষা করা যাবে না। ’

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।