ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আওয়ামী লীগ

‘বঙ্গবন্ধুর খুনিদের মৃত্যুর পরেও আইনের আওতায় আনা হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
‘বঙ্গবন্ধুর খুনিদের মৃত্যুর পরেও আইনের আওতায় আনা হবে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জামেল হক বলেছেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে মৃত্যুর পরেও তাদের বিচারের আওতায় আনা হবে।

শুক্রবার (০৪ নভেম্বর) বিকালে গাজীপুর জেলা শহরের কৃপাময়ী কালি মন্দির চত্বরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজিত প্রথম ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যারা ধর্মের নামে মানুষ হত্যা করছে সেই জামায়াতে ইসলামীকে এ দেশে নিষিদ্ধ করা হবে। যারা হরতাল অবরোধ দিয়ে গাড়ি পুড়িয়েছে, মানুষ হত্যা করেছে তাদেরও বিচার হবে।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের উপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, এটা হিন্দুদের ওপর আক্রমাণ নয়, এটা মানবতার ওপর আক্রমণ, দেশের সংবিধানের ওপর আক্রমণ ও জাতির ওপর আক্রমণ। এসব হামলাকারীরাও রক্ষা পাবে না।

সম্মেলনে মি. ফ্রেডরিক মুকুল বিশ্বাসের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক নির্মল চ্যার্টার্জি, মি. নির্মল রোজারিও, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক দীপঙ্কর ঘোষ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
আরএস/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।