ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

গণআন্দোলনের মাধ্যমে মামলা প্রত্যাহার করানো হবে: বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১১
গণআন্দোলনের মাধ্যমে মামলা প্রত্যাহার করানো হবে: বিএনপি

ঢাকা: দুর্বার গণআন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করানো হবে বলে জানিয়েছে বিএনপি।

বুধবার নয়াপল্টনে দলটির কেন্দীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এ কথা জানান।



খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের ও তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গণতন্ত্রকে সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য সরকার ভয়াবহ খেলায় মেতে উঠেছে। এ কারণেই গণতন্ত্রের জন্য আপসহীন নেত্রী খলেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। সুতরাং আর কোনও আপস নয়, দুর্বার গণআন্দোলনের মাধ্যমে এই মামলা প্রত্যাহার করানো হবে। ’

গণতন্ত্রের জন্যই খালেদা জিয়ার জন্ম হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘এ মামলা খালেদা জিয়ার বিরুদ্ধে নয়, ১৬ কোটি মানুষের বিরুদ্ধে। ’

এ সময় তিনি খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়ে কোনও লাভ হবে না বলেও মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এরশাদ কিছু করতে পারেনি। অধিকন্তু তাকেই ক্ষমতা ছেড়ে চলে যেতে হয়েছে। ফখরুদ্দিন-মঈনুদ্দিন ষড়যন্ত্র করে খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠাতে চেয়েছে। তাতেও কোনও কাজ হয়নি। সুতরাং মামলা দিয়ে খালেদা জিয়াকে ভয় দেখানো যাবে না। ’

‘জিয়া চ্যারিটেবল ট্রাস্ট’ নিয়ে খালেদা জিয়া কোনও অনিয়ম করেনি দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘ওয়ান ইলেভেনের সময় নূর আলী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চেকের মাধ্যমে চাঁদা গ্রহণের যে মামলা করেছিল সে চাঁদা নেওয়া হয়েছিল বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নামে। এই ফাউন্ডেশনের জন্য প্রায় ৩শ’ কোটি টাকা চাঁদা নেওয়া হয়েছে। ’

স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার তুলে দিয়ে ও ইলেক্ট্রনিক ভোটিং সিস্টেম চালু করেও সরকার ভরসা পাচ্ছে না। কারণ তারা জানে দ্রব্য মূল্য, গ্যাস-বিদ্যুৎ-পানি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি কোনও দিক থেকেই জনগণকে কিছু দিতে পারেনি। ভোট হলে নির্ঘাত পরাজয় ঘটবে। তাই বিরোধী দলের চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন আহম্মেদ পিন্টু, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ হাজার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলকে রাজনীতি থেকে দূরে রাখাতে চায়।

ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, শাম্মি আক্তার এমপি, রাশেদা বেগম হীরা এমপি প্রমুখ।

বৃষ্টি বিঘিœত সমাবেশে উপস্থিত থাকলেও বক্তৃতা দেননি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান পটল, ডা. এজেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, অর্থনীতি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।