ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

খালেদার বিরুদ্ধে মামলার প্রতিবাদে মহিলা দলের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্টপ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, আগস্ট ৯, ২০১১

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী মহিলা দল।

বৃষ্টি বিঘিœত এ মানববন্ধন বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।



মানববন্ধনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গণতন্ত্র ধ্বংস করে দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার জন্যই খালেদা জিয়ার বিরুদ্ধে নতুন করে মামলা দেওয়া হয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। ’

সরকারকে মামলাবাজ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, গ্যাস-বিদ্যুৎ-পানি নিয়ে জনগণ যখন দিশেহারা, সরকার তখন দানবীয় কায়দায় জনগণকে দমন করার নীতি বেছে নিয়েছে। ’

দানবীয় শাসন চলতে থাকলে গণতন্ত্র রক্ষা করা যাবে না মন্তব্য করে তিনি বলেন, ‘এখনো সময় আছে, খালেদা-তারেকের মামলা তুলে নিন। অন্যথায় জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে পদত্যাগে বাধ্য করা হবে। ’

মহিলা দলের সভাপতি নূরী-আরা-সাফার সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃষ্টির কারণে অন্য নেতারা বক্তৃতা দেওয়ার সুযোগ পাননি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ঢাকা মহানগর মহিল দলের সভাপতি সুলতানা আহম্মেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।