ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ঢাকা বারের বিভক্ত কমিটি গঠন

মবিনুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, আগস্ট ৮, ২০১১

ঢাকা: অ্যাডভোকেট মো. ইকবাল হোসেনকে সভাপতি ও অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকীকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের কমিটি ঘোষণা করা হয়েছে।  

সোমবার ঢাকা বারের সম্মেলন কক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে ৯৬৯ জনের এ কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে আমীরুল ইসলামসহ ৬ জনকে  সাংগঠনিক সম্পাদক, এমদাদুল হক অর্থ সম্পাদক, শাহাদাত হোসেন দপ্তর সম্পাদক,  আকলিমা আক্তার আলো সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ইফতেখারুল হক প্রচার সম্পাদিক নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য গত ৩১ জুলাই এডভোকেট মো. সানাউল্লাহ মিয়াকে সভাপতি ও অ্যাডভোকেট খোরশেদ আলমকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিট ৭০১ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। এতে করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার শাখার বিভক্তি আনুষ্ঠানিক রুপ পেল।

বাংলাদেশ সময়: ২০০০ঘণ্টা, আগস্ট ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।